রাঙামাটি : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত দুই প্রার্থী সচিব চাকমা ও শান্তিদেব চাকমা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা শান্তিদেব চাকমা গত ৬ ডিসেম্বর ও সচিব চাকমা আজ ৯ ডিসেম্বর তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন বলে সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইতিপূর্বে ২ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে তাদের উভয়ের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছিল।
তাদের দুই জনের মনোনয়ন প্রত্যাহারের পর রাঙামাটি আসনে ইউপিডিএফের আর নিজস্ব দলীয় কোন প্রার্থী থাকলো না। তবে এই আসনে ইউপিডিএফ কাকে সমর্থন দেবে তা যথাসময়ে জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।