রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ২৫ থেকে ২৮ ডিসেম্বর অবরোধ শিথিল থাকবে
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বগাছড়িতে পাহাড়িদের বসতবাড়ি, দোকান ও বৌদ্ধ মন্দিরে সেটলার বাঙালিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে রাঙামাটি – খাগড়াছড়ি সড়কে চলমান অবরোধ আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিথিল থাকবে বলে জানিয়েছে নানিয়াচর ভূমি রক্ষা কমিটি।
বুধবার(২৪ ডিসেম্বর) সকালে সংগঠনের সদস্য সচিব সেন্টু চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই অবরোধ শিথিলের কথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খৃষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রতিষ্ঠাবার্ষিকী ও এলাকার সাধারণ জনগণের অসুবিধার দিক বিবেচনা করে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গসহ এলাকার জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে উক্ত সময়ের পর থেকে পুনরায় যথারীতি অবরোধ চলবে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।