সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: কর্ণফুলি পেপার মিলস লিমিটেড এর কাঁচামাল(বাঁশ)সরবরাহে ঘাটতি থাকায় রাষ্ট্র মালিকানাধীন কাগজকলটি চালু রাখার স্বার্থে পার্বত্য জেলা রাঙামাটি থেকে জেলার বাইরে বাঁশ পরিবহনে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙামাটি পার্বত্য জেলা হতে মুলি/ওড়া/মিতিঙ্গা/ডলু/কালিছড়ি/বারিয়া জাতীয় বনজ প্রকৃতির বাঁশ জেলার বাইরে প্রেরণের ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের অনুমতি ব্যতীত জেলার সীমানার বাইরে স্থানান্তরের উদ্দেশ্যে বহন করা যাবে না।
আগাম ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলেও জানা গেছে।
উৎস: পাহাড় টোয়েন্টিফোর ডট কম