নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে গতকাল শুক্রবার সকালে উদ্ধারকৃত গলাকাটা যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী গ্রামের ক্যজঅং মারমার ছেলে ক্যজারুই মারমা (২৪) বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক। লক্ষ্মীছড়ি বাজারে তার একটি দোকানও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তার কোন কারণ জানাতে পারেনি কেউ।
খোঁজ নিয়ে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ক্যজারুই মারমা লক্ষীছড়ি হতে এক নারী যাত্রীকে মানিকছড়িতে নিয়ে যান। পরে সেখান থেকে তিনি আরো দু’জন যাত্রী নিয়ে রাঙামাটি যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। লাশ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি আজ রাঙামাটি হতে এ্যাম্বুলেন্সে করে লক্ষ্মীছড়ির নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।