,রাঙ্গামাটি : হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী নব্যমুখোশ বাহিনীর সর্দার তপনজ্যোতি চাকমা(বর্মা) ও সন্ত্রাসীদের অন্যতম মদদ দাতা শক্তিমান ও পেলে’র কুশপুত্তলিকা দাহ করেছে সাপছড়ি এলাকার বিক্ষুদ্ধ জনতা।
আজ ২ এপ্রিল সকাল ১১ টায় সাপছড়ি এলাকায় রাস্তার ওপর কুশপুত্তলিকা দাহ করে বর্মা, পেলে ও শক্তিমান এর অপকর্মের প্রতি ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। তাঁরা অবিলম্বে অপহরণ ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙ্গামাটি কুদুকছড়ি আবাসিক এলাকা হতে বর্মার নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন এইচডব্লিউএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা। অপহরণের ১৬ দিন অতিবাহিত হলেও অপহৃতাদের এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
——————————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।