Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার রাজস্থলীতে গতকাল ১৩ ফেব্রুয়ারি বুধবার ইউপিডিএফের কর্মী পরিবারের সদস্যদের ওপর সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেদম মারধর করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার সময় রাজস্থলীর সদরের হ্নারা মগ পাড়ার নজীল্যা তঞ্চঙ্গ্যা (২৫), ডাক্তার পাড়ার ভূষণ তঞ্চঙ্গ্যার ছেলে হলামং তঞ্চঙ্গ্যা (২০)জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার সময় রাজস্থলীর সদরের হ্নারা মগ পাড়ার নজীল্যা তঞ্চঙ্গ্যা (২৫), ডাক্তার পাড়ার ভূষণ তঞ্চঙ্গ্যার ছেলে হলামং তঞ্চঙ্গ্যা (২০০) ও ছুটি তঞ্চঙ্গ্যার নেতৃত্বে সন্তু গ্রুপের ৮ জনের একটি সশস্ত্র দল প্রথমে নোয়া পাড়ার বাসিন্দা ইউপিডিএফ সদস্য রজক তঞ্চঙ্গ্যা ওরফে রাখেল এর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অশ্লীল গালিগালাজ করতে করতে রজক তঞ্চঙ্গ্যার স্ত্রী শান্তি দেবী চাকমার ওপর হামলে পড়ে এবং লাঠি দিয়ে বেদম মারধর করে। সন্ত্রাসীরা তার বাড়িতে থাকা রাজস্থলী থাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নন্দিতা তঞ্চঙ্গ্যাকেও(১৫) বেদম মারধর করে।
এরপর সন্ত্রাসীরা ডাক্তার পাড়ার বাসিন্দা ইউপিডিএফ সদস্য সুনীল তঞ্চঙ্গ্যার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা সুনীল তঞ্চঙ্গ্যার স্ত্রী রংসোনা তঞ্চঙ্গ্যা(২৯) ও নবম শ্রেণীতে পড়ুয়া তার ছেলে রূপম তঞ্চঙ্গ্যা(১৪)-কে বেদম মারধর করে। মারধর করার পর সন্ত্রাসীরা তাদেরকে কোন জায়গায় না যেতে নির্দেশ দিয়ে যায়। ফলে সন্ত্রাসীদের ভয়ে তারা চিকিৎসা নিতেও পারছে না। বর্তমানে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
