
নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজার থেকে সেনাবাহিনী উক্যানু মারমা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
গতকাল বুধবার (৪ আগস্ট ২০২১) বাঙালহালিয়া ক্যাম্প অধিনায়ক লে. সাদ মাহমুদ ও ওয়ারেন্ট অফিসার রাশেদ খানের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ”জেএসএস এর চাঁদা সংগ্রহকারী ও তথ্য দাতা” হিসেবে উল্লেখ করা হয়েছে।
আটকের পর তাকে রাজস্থলী থানায় সোপর্দ করার পর আজ বৃহস্পতিবার তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২ আগস্ট বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সুমন চাকমা (২৬) নামে একজনকে আটক করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।