
রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে জালাল উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন রাজস্থলীর একটি বাজারে মাছের ব্যবসা করতেন। তিনি বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে।
জানা যায়, নিহত জালাল উদ্দিন বাজারের কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল অস্ত্রধারী এসে গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এই ব্যাপারে এখনো জানা যায়নি বলে জানান।