ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠনক শান্তিদেব চাকমা এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, গত শুক্রবার, ১০ এপ্রিল, সকাল ১০টার দিকে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের ১৫/২০ জনের এক সশস্ত্র দল অস্ত্রের মুখে রাজস্থলীতে তার দলের দুই সমর্থককে অপহরণে করেছে।
অপহৃততরা হলেন নোয়াপাড়া গ্রামের কার্বারী কিরণ তঞ্চঙ্গ্যা(৪৮) পিতা মৃত. লবন্যা তঞ্চঙ্গ্যা ও শিলছড়ি গ্রামের ওয়াধন তঞ্চঙ্গ্যা(৪০) পিতা মৃত. ধীরেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।
তিনি উক্ত অপহরণ ঘটনার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে অপহৃতদের মুক্তি দেয়ার দাবি জানান।
শান্তিদেব চাকমা বলেন, সন্তু গ্রুপ মুক্তিপণ আদায়ের লক্ষে উক্ত দু’ব্যক্তিকে অপহরণ করে থাকতে পারে।
তিনি সরকারের দালাল সন্তু লারমাকে খুন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের রাজনীতি পরিহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।