মানিকছড়ি(খাগড়াছড়ি) : বিলাইছড়িতে সেনা সদস্য দ্বারা ধর্ষণের শিকার দুই মারমা বোনকে গত ১৫ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সেনা-পুলিশ কর্তৃক অপহরণ ও চাকমা রাণী য়েন য়েনকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০১৮) সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি সদর কলেজিয়েট স্কুল থেকে মিছিল শুরু হয়ে ধর্মঘর এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি রুমেন চাকমা, পিসিপি মানিকছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক মংচিংপ্রু মারমা ও অর্থ সম্পাদক স্বদেশ চাকমা প্রমুখ।
বক্তারা, সেনা-পুলিশের কর্তৃক হাসপতালে চিকিৎসাধীন অবস্থা থেকে দুই মারমা বোনকে জোরপূর্বক অপহরণ ও চাকমা রাণী য়েন য়েনসহ ভলান্টিয়ারদের শারিরীক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িত সেনা-পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।