রামগড়ের তৈচাকমায় সেটলার দুষ্কৃতিকারী কর্তৃক দোকান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বক্তারা বলেন, সেটলাররা মিথ্যা অজুহাত সৃষ্টি করে তৈচাকমা ও বেলছড়ি এলাকায় ঢুকে পাহাড়িদের গ্রামে ঢুকে দোকানপাট ভাংচুর ও লুটপাট চালিয়েছে। একইভাবে অপহরণের গুজব রটিয়ে গত ৩ আগস্ট সেটলার বাঙালিরা মাটিরাঙ্গার তাইন্দংয়ে পাহাড়িদের গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
বক্তারা অবিলম্বে দোকান ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত সেটলার দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, যে গতকাল সোমবার ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ চলাকালে একটি মোটর সাইকেল ভাংচুরের খবর পেয়ে ২টি জীপ গাড়িতে করে ডাইনছড়ি এলাকা থেকে একদল সেটলার বাঙালি তৈচাকমা ও ছোট বেলছড়ি গ্রামে ঢুকে পাহাড়িদের মালিকানাধীন ৩টি দোকান ভাংচুর করে ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা দোকানদার অমেন্দ্র ত্রিপুরাকেও ধরে নিয়ে নিয়ে যায় এবং মারধর করে।