রামগড়ের হাচুক পাড়ায় বিজিবির টহল, নানা জিজ্ঞাসাবাদ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ায় বিজিবির টহল ও গ্রামবাসীদের কাছ থেকে নানা জিজ্ঞাসাবাদের খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর ১:৩০টার সময় তৈচালা বিজিবি ক্যাম্প থেকে ২৫ জনের একদল বিজিবি সদস্য দুই দলে বিভক্ত হয়ে হাচুক পাড়া ও আশেপাশের এলাকায় টহল দেয়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
বিজিবি সদস্যরা ১২ জনের একটি দল ‘টিএনও বাগান’ নামক স্থান দিয়ে ও ১৩ জনের অপর দলটি কুমার পাড়া দিয়ে হাচুক পাড়া এলাকায় প্রবেশ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
টিএনও বাগান এলাকায় পৌঁছে বিজিবির সদস্যরা বিপ্লব ত্রিপুরা (৩০) নামে স্থানীয় একজনকে ডেকে হেমন্ত ত্রিপুরা (রনি)–এর বাড়ি কোথায়, এলাকায় ইউপিডিএফ লোকজনের কোনো অবস্থান আছে কিনা?—এমন প্রশ্ন জিজ্ঞাসা করে।
পরে বিজিবি সদস্যরা সেখান থেকে নিতন্ত ত্রিপুরা (৩০)–এর দোকানের দিকে যায়।
হাচুক পাড়ার অনেকে জানিয়েছেন, টহল চলাকালে বিজিবির সদস্যরা স্কুল ও মন্দিরে গিয়ে ছবি তুলে নিয়ে গেছে। এ সময় তারা “বিজিবির কাছে আবেদন করলে স্কুল-মন্দির মেরামতের জন্য আর্থিক সহযোগিতা করা হবে”- এমন কথা বললেও তাদের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
অপরদিকে, দ্বিতীয় দলটি কুমারী পাড়ায় টহল শেষে মানিক ত্রিপুরা (মাস্টার)–এর বাড়ির পাশ দিয়ে হাচুক পাড়ার রনি ত্রিপুরার দোকানে গিয়ে সেখানে টহলরত দলটির সাথে মিলিত হয়।
পরে বিকাল আনুমানিক বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিজিবির সদস্যরা ক্যাম্পে ফিরে যায়।
তবে বিজিবি সদস্যদের এমন টহল ও জিজ্ঞাসাবাদের ফলে স্থানীয়দের মধ্যে নানা আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
