রামগড়ে বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহলকালে হয়রানির অভিযোগ, জনমনে আতঙ্ক

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন স্থানে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল চলাকালে জিজ্ঞাসাবাদের নামে জনসাধারণকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এর ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সকাল ৮টা থেকে খেদাছড়া ক্যাম্পের একদল বিজিবি সদস্য ও বাটনাতলী আর্মি ক্যাম্পে একদল সেনা সদস্য যৌথভাবে হাচৌক পাড়া, গরুকাটা, বড়বেলছড়ি ও ছোটবেলছড়িতে টহল কার্যক্রম চালায়। এ সময় তারা স্থানীয় সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসার নামে হয়রানি করে। বিকেল পর্যন্ত বিজিবি সদস্যরা হাচৌক পাড়া এলাকায় অবস্থানের কথা জানায় স্থানীয়রা। ফলে এতে জনমনে আতঙ্ক দেখা দেয়।

এদিকে, যৌথ বাহিনীর টহল অভিযানের মধ্যে আজ সকাল থেকে বড়বিল, পান্নাবিল তুলবিল ও ছুদুরখীল বাজারে মুখোশ সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্রভাবে চাঁদা উত্তোলন করে বলে খবর পাওয়া গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More