রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ভেঙে দেওয়া ইউপিডিএফের মেসঘর (ছবি)
নিজস্ব প্রতিবেদক ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ব্যবহৃত একটি মেসঘরে পর পর দু দফা ভাংচুর চালায় সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা।
গত ১৭ অক্টোবর ভোররাত ৪:০০টায় ও ১৮ অক্টোবর ২০২০ বিকাল ৩:০০টায় এ ভাংচুর চালানো হয়। দ্বিতীয় দিনের ভাংচুরের সময় সিন্দুকছড়ি জোন কমাণ্ডারও অংশ নেন।
প্রথমদিনে ভাংচুর করার পর মেসঘরে রাখা হাড়ি-পাতিল, থালা-বাসন, চাউল, তেল, কাপড়-চোপড়সহ সমস্ত জিনিসপত্র লুটে নেওয়া হয়। আর দ্বিতীয় দিন আবারো ওই ভেঙে দেওয়া ঘরটির উপর চালানো হয় তান্ডব। এদিন নিতান্ত ত্রিপুরা (২৫) নামে স্থানীয় এক চায়ের দোকানদারকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভেঙে দেওয়া ওই ঘরের কিছু ছবি আমাদের হাতে এসেছে। ছবিগুলো নীচে দেওয়া হলো: