রামগড়ে সেনাবাহিনী কর্তৃক দুই ইউপিডিএফ সদস্য গ্রেফতার, ইউপিডিএফ’র নিন্দা
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশক্তি মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি রামগড়-মাটিরাঙ্গা-গুইমারা-মানিকছড়ি এলাকায় ইউপিডিএফসহ সাধারণ জনগণের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। পাহাড়ি গ্রামে হামলা, ভয়ভীতি প্রদর্শন, নারী ধর্ষণ, বিনা কারণে গ্রেফতার, ভূমি বেদখল ইত্যাদি মানবাধিকার হরণের ঘটনা নতুন করে শুরু হয়েছে। তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সকল গণতান্ত্রিক ও মানবতাবাদী শক্তির প্রতি আহ্বান জানান।