রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মেম্বার মানেন্দ্র চাকমা সেনা হেফাজতে
সিএইচটিনিউজ.কম
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মানেন্দ্র চাকমাকে(৪০) সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারি) রাত আটটার দিকে সিন্দুকছড়ি জোন কমান্ডার রাব্বি আহসান মানেন্দ্র চাকমাকে মোবাইলে ফোন করে তাঁর সাথে কথা আছে বলে জানায় এবং তাকে জালিয়া পাড়ার পুলিশ বক্সে অপেক্ষা করতে বলে। তার কথামত মানেন্দ্র চাকমা যথাসময়ে পুলিশ বক্সে অপেক্ষা করেন। এরপর জোন কমান্ডার এসে তাকে সিন্দুকছড়ি জোনে ডেকে নিয়ে যায়।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি। তবে তাঁকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।