রামগড়ের বেলছড়িতে ৩টি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন বেলছড়ির হাসুক পাড়ায় ৩টি বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। সোমবার (৮ জুন) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- কমিন্দ্র ত্রিপুরা(৫০), পিতা-পুর্ণ কুমার ত্রিপুরা, খন্দল ত্রিপুরা (৩০), পিতা- মৃত খরিন্দ্র ত্রিপুরা ও বশি কুমার ত্রিপুরা(২৮), পিতা- পবরাম ত্রিপুরা।
জানা যায়, বাটনাতলী ক্যাম্প থেকে দুটি গাড়িতে করে সেনা সদস্যরা হাসুক পাড়ায় গিয়ে উক্ত ৩ ব্যক্তিকে খোঁজ করে। এ সময় তারা বাড়িতে না থাকায় সেনারা তাদের বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। কিন্তু অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়। যাবার সময় সেনারা কমিন্দ্র ত্রিপুরা, খন্দল ত্রিপুরা ও বশি কুমার ত্রিপুরাকে ক্যাম্পে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে যায় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।