রামগড়ে আবারো পাহাড়িদের বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে বিজিবি-সেটলাররা

0
6

রামগড় : খাগড়াছড়ি জেলার রামগড়ের নাঙেল আদাম নামক গ্রামে আজ বৃহস্পতিবার (২১ জুন ২০১৮) আবারো পাহাড়িদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে বিজিবি ও সেটলার বাঙালিরা। এর আগে গত ২ জুন সেটলারদের সাথে নিয়ে বিজিবি সদস্যরা ওই গ্রামের পাহাড়ি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছিলো।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় তৈচালা ও খেদা ক্যাম্প থেকে ২০ জন বিজিবি সদস্য কালাডেবা গ্রামের মোঃ মান্নানসহ তিনজন সেটলারকে সাথে নিয়ে নাঙেল আদামে(গ্রামে) হানা দেয়। এ সময় তারা ওই গ্রামের ছিয়ান চাকমা(৩৫) ও কুমার চাকমা (৩৭) এর জুমে রোপন করা ধানের চারা, পেঁপে গাছ ও শিম ক্ষেত নষ্ট করে দেয়। বিজিবি ও সেটলার বাঙালিরা বাড়িতে থাকা ছিয়ান ও কুমার চাকমার স্ত্রীদেরকে ভয়ভীতি দেখায় এবং বাড়ি ছাড়ার হুমকি প্রদান করে।

বিজিবি-সেটলারেদের এমন হুমকির কারণে ওই এলাকার পাহাড়িরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.