রামগড় : খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাঙ্গেল আদাম নামক স্থানে বিজিবি সদস্যরা একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড নষ্ট করে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গত মার্চ মাসে এলাকাবাসী এই বিদ্যালয়টি নির্মাণ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে সুবেদার আব্দুল হাই-এর নেতৃত্বে ১০ জনের একদল বিজিবি সদস্য নাঙ্গেল আদামে প্রবেশ করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এলাকার জনগণের উদ্যোগে নির্মিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়টি ইউপিডিএফ কর্তৃক পরিচালিত হচ্ছে– এমন অভিযোগ করে বিদ্যালয়ের সাইনবোর্ডটি নষ্ট করে দেয়।
এ সময় সুবেদার আব্দুল হাই এলাকার কয়েকজনকে হুমকি দিয়ে বলেন, ‘ আমার নামে ফেসবুকে-ইন্টারনেটে যা কিছু লেখালেখি করেন তাতে আমার কিছু যায় আসে না, আমি আগামীকাল আবার আসবো’। এরপর বিজিবি’র সদস্যরা ক্যাম্পে ফিরে যায়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।