রামগড়ে একটি বৌদ্ধ মন্দিরে সেনাবাহিনীর তল্লাশি
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কালাপানি গ্রামে একটি বৌদ্ধ মন্দিরে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোনের মেজর এখতিয়ার এর নেতৃত্বে একদল সেনা সদস্য ৩টি পিকআপে করে সন্ত্রাসী খোঁজার নামে কালাপানি গ্রামে যায়। সেখানে গিয়ে তারা প্রথমে নির্মাণাধীন একটি বৌদ্ধ জাদি’র চারদিকে ঘেরাও করে এবং জুতা পায়ে জাদি এলাকায় প্রবেশ করে। যদিও জুতা পায়ে প্রবেশ করার কোন নিয়ম নেই। পরে সেনারা পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দিরে অস্ত্রসহ ঢুকে তল্লাশি চালায়। অবশ্য মন্দিরে ঢুকার সময় তারা মন্দির কর্তৃপক্ষের অনুমতি চায়। তল্লাশি চালানোর পরও মন্দিরের ভিতর অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।