রামগড়ে এক নিরীহ গ্রামবাসীকে আটক করেছে সেনাবাহিনী
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদ্ধধন কার্বারী পাড়া থেকে এক নিরীহ গ্রামবাসীকে আটক করেছে সেনাবাহিনী।
জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সিন্দুকছড়ি জোনের একদল সেনা বুদ্ধধন কার্বারী পাড়ায় হানা দেয়। সেনারা ওই গ্রামের বাসিন্দা মলিন্দ্র চাকমার দুই ছেলে জয় চাকমা(৩২) ও উজ্জ্বল কান্তি চাকমা(২৮)-এর বাড়ি ঘেরাও করে। এসময় তারা ঘুমাচ্ছিলেন। সেনারা তাদেরকে ঘুম থেকে তুলে বাড়ির বাইরে বের করে রশি দিয়ে বেধে ফেলে। এরপর তাদের উপর শারিরীক নির্যাতন চালানো হয়। পরে উজ্জ্বল কান্তি চাকমাকে ছেড়ে দিলেও সেনারা জয় চাকমাকে জোনে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।
উল্লেখ্য, রামগড়, মাটিরাঙ্গা ও গুইমারা এলাকায় সম্প্রতি সেনা নির্যাতন বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রাতে-বিরাতে ঘরবাড়ি তল্লাশি, ধরপাকড় ও হয়রানির ঘটনা ঘটছে। সেনাবাহিনীর এহেন অত্যাচারে এলাকার নিরীহ জনগণকে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।