রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক নিরীহ পাহাড়ি যুবককে আটক করেছে বিজিবি।
আটক যুবকের নাম উগ্য মারমা(২৭), পিতা- মৃত মংশে প্রু মারমা।
জানা যায়, আজ দুপুর ১.০০টার সময় রামগড় থেকে দুইটি জীপ গাড়িতে করে পুলিশ ও বিজিবি চৌধুরী পাড়া এলাকায় গিয়ে কোন কারণ ছাড়াই দোকানে বসে থাকা উগ্য মারমাকে আটক করে। বিনা কারণে আটক করে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় দোকানে অবস্থানরত নারী-পুরুষ এর তীব্র প্রতিবাদ জানায়। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে প্রতিবাদকারী জনসাধারণের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সানু মারমা(৪৫), স্বামী- খেলু মারমা নামে এক নারী আঘাতপ্রাপ্ত হন।
আটকের পর উগ্য মারমাকে রামগড় থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে তা জানা যায়নি।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।