রামগড়ে এক পাহাড়ি নারীকে গলাচেপে হত্যা ও ধর্ষণের চেষ্টা

0
10

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের থলি পাড়া (টিএনও বাগান মুখ) এলাকায় জনৈক এক সেটলার কর্তৃক ৪৫ বছর বয়সী এক পাহাড়ি নারীকে গলাচেপে হত্যা ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা এগিয়ে গেলে সেটলার দুর্বৃত্তটি পালিয়ে যায়। পরে তারা ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

ধর্ষণ চেষ্টাকারী সেটলার দুর্বৃত্তটির নাম ও পরিচয় জানা যায়নি।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.