রামগড় : খাগড়াছড়ির রামগড়ে গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক ব্যক্তিকে আটক করেছে তৈচালা ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তির নাম পিন্টু চাকমা (৩২)। তিনি পাতাছড়া ইউনিয়নের হাচৌক পাড়ার কধইয়া চাকমার ছেলে।
এর আগে বিকাল ৪টার দিকে উক্ত ক্যাম্পের বিজিবি সদস্যরা হাচৌক পাড়ায় এসে এক ব্যক্তিকে মারধর করে ও তিন গ্রামবাসীকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়।
আটক ব্যক্তিকে ইউপিডিএফ কর্মী সাজিয়ে দেশীয় গাদা বন্দুক গুঁজে দিয়ে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
পরে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।