রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের গরুকাটা নামক এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে বিজিবি। ‘দক্ষিণ লালছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নাম দিয়ে এলাকাবাসী বিদ্যালয়টি নির্মাণের কাজ শুরু করার পর থেকে স্থানীয় বিজিবি কর্মকর্তারা নানাভাবে বাধা দিতে থাকেন। গত ৬ সেপ্টেম্বর একদল বিজিবি সদস্য নির্মাণাধীন বিদ্যালয়ের জানালা ভাংচুর ও নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়। আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়টির সাইনবোর্ড খুলে নিয়ে গেছে বিজিবি সদস্যরা।
স্থানীয়রা অভিযোগ করে সিএইচটি নিউজ ডটকমের এই প্রতিবেদককে জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে খাগড়াবিল ও তৈচালা বিজিবি ক্যাম্প থেকে একদল বিজিবি সদস্য গরুকাটা এলাকায় যায়। বেশ কিছুক্ষণ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর তারা বিদ্যালয়ে গিয়ে সাইনবোর্ডটি খুলে নিয়ে ক্যাম্পে চলে যায়।
একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে বিজিবি’র এহেন বাধা প্রদানের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।