রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ার(তৈসাগারা) এলাকায় দুই পাহাড়ি পরিবারকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করেছে বিজিবি।
জানা যায়, গত রবিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টা’র দিকে তৈচালা ক্যাম্প থেকে বিজিবি’র ৭ জনের একটি দল হাচুক পাড়ায় গিয়ে পতিন্দ্র ত্রিপুরা(৪০) ও জয় সেন ত্রিপুরা(৩৯)-কে আগামী তিন দিনের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ প্রদান করে। অন্যথায় বাড়ি ভাঙচুর ও গ্রেফতারের হুমকি দেয় এবং দ্রুত চেয়ারম্যান, হেডম্যানকে সাথে নিয়ে বিজিবি’রর রামগড় সেক্টর কামান্ডারের সাথে দেখা করার নির্দেশ দিয়ে চলে যায়।
বিজিবি’র এ হুমকির কারণে উক্ত পাহাড়ি পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।