রামগড়ে পাহাড়ি গ্রামে হামলার চেষ্টা সেটলারদের

0
16

রামগড় : খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের সোনাইআগা এলাকায় পাহাড়িদের গ্রামে সাম্প্রদায়িক হামলার চেষ্টা চালিয়েছে সেটলার বাঙালিরা।

আজ সোমবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে মোঃ ইউনুস-এর নেতৃত্বে কালাডেবা-লামকু এলাকার শতাধিক সেটলার সোনাই আগা স্কুলে গিয়ে জড়ো হয়। এরপর তারা সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে সেখান থেকে পাহাড়িদের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিল নিয়ে তারা তালতলা যাত্রী ছাউনি এলাকা পর্যন্ত যায় এবং সেখান থেকে আবার সোনাইআগা স্কুলে এসে জড়ো হয়। মিছিলের সময় সেটলাররা কালা মারমার দোকান ও সুরেশ ত্রিপুরার বাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারে। এতে পাহাড়িদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী  বিজিবি ওপুলিশ কর্মকর্তারা সোনাইআগা স্কুলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে স্থানীয় পাহাড়ি ও সেটলারদের সাথে আলোচনা করেছেন। এরপর পরিস্থিতি শান্ত করতে পুলিশ সেখান থেকে সেটলারদের সরিয়ে দেয় বলে জানা গেছে।

——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.