রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় উপজেলার লাচারি পাড়া (বনবিহার) এলাকা থেকে আজ সোমবার (১৫ জানুয়ারি ২০১৮) ভোরাত সাড়ে ৩টার দিকে ইউপিডিএফ’র দুই সদস্যকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন- সুজন কান্তি চাকমা (৩০), পিতা- হেঙেদা চাকমা, বাঘ্যা পাড়া, লক্ষ্মীছড়ি ও বাইবাইন মার্মা (৩৬), পিতা পাইবাইন মারমা, গ্রাম- নোয়া পাড়া, বাটনাতলী, মানিকছড়ি।
আটকের পর তাদেরকে অস্ত্র গুঁজে দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ইউপিডিএফ’র উক্ত দুই সদস্য সাংগঠনিক কাজ শেষে গতকাল রবিবার রাতে লাচারি পাড়া বনবিহার এলাকার সাথোয়াই প্রু মার্মা নামে এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। আজ ভোররাত ৩:৩০টার সময় বৈদ্য পাড়া বিজিবি ক্যাম্পের একদল জওয়ান এসে বাড়িটি ঘেরাও করে এবং বাড়ির লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলে সারা বাড়ি তন্নতন্ন করে তল্লাশি চালায়। এ সময় সেখানে থাকা ইউপিডিএফ সদস্য সুজন কান্তি চাকমা ও বাইবাইন মারমা এবং বাড়ির মালিক সাথোয়াই প্রু মারমাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটকের পর তাদেরকে ক্যাম্পে নিয়ে যাবার পথে সাথোয়াই প্রু মারমা(২৬) কোন রকমে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটক ইউপিডিএফ’র দুই সদস্যকে অস্ত্র ও গুলি গুঁজে দিয়ে রামগড় থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।