রামগড় : খাগড়াছড়ির রামগড়ে তথাকথিত সন্ত্রাসী খোঁজার নামে সেটলার বাঙালিরা পাহাড়ি গ্রামে হামলা-ভাংচুর ও তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে একজন নিঁখোজ রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
গতকাল রবিবার (২৯ এপ্রিল ২০১৮) রাতে রামগড় সদর ইউনিয়নের লালছড়ি সাধু পাড়ায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে পার্শ্ববর্তী খাগড়াবিল থেকে জাফর আহমদের ছেলে ডাক্তার মন্নান (৫০), আলী আশরাফের ছেলে মোঃ কামাল (৪৩), মৃত আব্দুর রউফ-এর ছেলে মো: হানিফ বাচ্চু (৬৫) এর নেতৃত্বে ৬০/৭০ জন সেটেলার “সন্ত্রাসী” খোঁজার নামে লালছড়ি সাধু পাড়া নামক গ্রামে হানা দিয়ে প্রথমে পাহাড়িদের ১৩-১৪টি বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকে তল্লাশি করে। পরে তারা বিশু কুমার ত্রিপুরার ছেলে বরেন্দ্র ত্রিপুরা (৩২)-এর বাড়ি ভাঙচুর করে দেয়। অবশ্য এ সময় পাহাড়িরা বাড়িতে ছিলেন না। সেটলারদের আসার খবর পেয়ে আগেই তারা ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে এ সময় পূর্ণকুমার ত্রিপুরার ছেলে বজ্র কুমার ত্রিপুরা (৪৫) পালিয়ে যেতে সক্ষম না হওয়ায় সেটলার তাকে ধরে নিয়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
আজ সোমবার সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বজ্র কুমার ত্রিপুরার খোঁজ পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।
সেটলারদের এ হামলার পর বর্তমানে পাহাড়িদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।