রামগড়ে সেটলার বাঙালী কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখলের চেষ্টা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

রামগড়: আজ ২৯ অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক ১২:১৫ টার সময় জনৈক যুব লীগ নেতার নেতৃত্বে ১৫-২০ জন সেটলার একটি জিপগাড়ি যোগে বড় কালাপানি গ্রামে গিয়ে সেখানে পাহাড়িদের যুগ যুগ ধরে ভোগদখল করে আসা জমি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালায় তারা বড় কালাপানি গ্রামের জমিগুলো ১৯৮০ সালে তাদের নামে কবুলিয়তের মাধ্যমে বন্দোবস্তী দেয়া হয়েছে বলে দাবি করে অবশ্য গ্রামবাসীদের বাধার মুখে সেটলাররা পালিয়ে যেতে বাধ্য হয় উক্ত ঘটনার এক সপ্তাহ আগেও সেটলাররা ওই জমি দখলের চেষ্টা চালায় বলে জানা গেছে

বড় কালাপানি গ্রামে পাহাড়িরা ১০০ বছরের অধিক সময় ধরে বসবাস করে আসছেন সেখানে আগে কোন সময় বাঙালি বসতি ছিল না

গ্রামবাসীরা আজকের জমি বেদখল প্রচেষ্টার সাথে জড়িতদের কয়েকজনকে সনাক্ত করতে পেরেছেন তাদের মতে, এরা হলেন রামগড় সদরের লামকু পাড়া থেকে ফজলু রহমান(৬০) ও শামসুল হক(৫০), উভয়ের পিতা মৃত. মো: সান বক্স; পাতা ছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুব লীগের সভাপতি করিম উল্লহ(৩৫)পিতা- মো: চাঁন মিয়া, গ্রাম- সোনাইখিল পাড়া, পাতাছড়া ইউনিয়ন, রামগড়; মো: আবুল কালাম(৬০) পিতা মৃত. খলিলুর রহমান, গ্রাম- হেঁয়াকো বাজার, দাঁতমারা ইউনিয়ন, ভুজপুর ফটিকছড়ি ও মো: হারুন(৪৮) পিতা-অজ্ঞাত, গ্রাম- বালুখালী, পাতাছড়া ইউনিয়ন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা শাখার প্রধান সংগঠনক উজ্জ্বল স্মৃতি চাকমা এক বিবৃতিতে উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ইউপিডিএফ নেতা পাহাড়িদের জমি বেদখল প্রচেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেন, যে সময় সরকার ভূমি বিরোধ নিষ্পত্তির কথা বলছে তখন এ ধরনের ঘটনা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে অশান্ত করতে পারে
কোন বিশেষ স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় উস্কানি দেয়া হচ্ছে কিন্ত সে বিষয়টি খতিয়ে দেখার জন্যও তিন সরকারের প্রতি বিশেষভাবে দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More