খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রামগড়ে ১৭ এপ্রিল সেটলার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ৪ দফা দাবি জানয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে৷ আজ ৮ মে, রবিবার সকাল সাড়ে ১০ টার সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে হাফছড়ি ইউনিয়নের মেম্বার ঊষা মারমা(কার্বারী), মিল্টন চাকমা ও কংজ মারমা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে-১.ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা(ক.অগি্নভষ্মীভূত ঘর পুনরায় নির্মাণে সুব্যবস্থা করা, খ. এক বছর পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের মাসিক রেশনের সুব্যবস্থা করা, গ.মৌসুম অনুযায়ী উত্পাদনের লক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আদা, হলুদ, কচু ও ধানের বীজ প্রদান করা, ঘ. ক্ষতিগ্রস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক, স্কুল ড্রেস সহ যাবতীয় শিক্ষার উপকরণ প্রদান করা, ঙ. বর্তমানে নিখোঁজ আশীষ চাকমার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা)২. বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক চিহ্নিত হামলাকারী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ৩. পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের নিশ্চয়তা প্রদান করা এবং ৪.আতঙ্কিত ও শঙ্কিত ক্ষতিগ্রস্ত পাহাড়িদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা।
উক্ত স্মারকলপিতে গণপাল চাকমা, মংশে কার্বারী, চন্ডিলাল চাকমা, উদ্রাসাই কার্বারী সহ সকল ক্ষতিগ্রস্তরা স্বাক্ষর করেন৷ রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস স্মারকলিপিটি গ্রহণ করেন।