রিপন আলো ও জুয়েলের মুক্তির দাবিতে বাঘাইছড়িতে পিসিপি’র বিক্ষোভ
বাঘাইছড়ি : সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে আটক পিসিপির রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা এবং খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শাখার সভাপতি জুয়েল চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বাঘাইছড়ি ও সাজেক থানা শাখা।
মঙ্গলবার বিকাল ৫টার সময় বিক্ষোভ মিছিল শেষে রুপকারী স্কুল মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে এবং সহ সভাপতি বিশ্বজিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক শাখার আহ্বায়ক রুপায়ন চাকমা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, ডিওয়াইএফ উপজেলা শাখার সদস্য জীবন চাকমা এবং পিসিপি’র কেন্দ্রীয় সদস্য নিউটন চাকমা প্রমুখ।
বক্তারা অবিলম্বে রিপন আলো চাকমা এবং জুয়েল চাকমার নিঃশর্ত মুক্তি ও রমেল চাকমার হত্যাকারীদের আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।