রুমায় বিজিবি হেডকোয়ার্টার স্থাপনে ২৫একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
রুমা : বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পাইন্দু ও পলি মৌজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপনের জন্য ২৫একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ করা ও তিনটি মারমা আদিবাসী গ্রামের অসহায় পরিবারসমূহের উচ্ছেদ থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, বিষয়টি অতি গুরুত্ব সহকারে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে মানববন্ধন পালনকারীদের আশস্থ করেন তিনি।