রোববার খাগড়াছড়িতে ইউপিডিএফের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা

0
5

খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
‘পূর্ণস্বায়ত্তশাসন’ দাবি দিবস উপলক্ষে আগামীকাল ১০ই মার্চ রবিবার ইউপিডিএফ’র উদ্যোগে খাগড়াছড়িতে “পূর্ণস্বায়ত্তশাসনের জন্য ম্যারাথন ২০১৩” আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় পানছড়ির কলেজ গেট এলাকা থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে এসে শেষ হবে। শহীদ পরিবারবর্গ এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা উদ্বোধন করবেন।
ম্যারাথনে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা শেষে স্বনির্ভর মাঠে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে পুরস্কৃত করা হবে।
উক্ত ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিযোগীদের উসাহ দান ও সংবাদ সংগ্রহের জন্য জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-যুবক-নারী সমাজ সহ সর্বস্তরের জনগণ এবং সকল প্রিন্ট- ইলেক্ট্রনিক-অনলাইন মিডিয়ার ফটো সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছে ইউপিডিএফ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১০ই মার্চ পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন ঢাকায় মিছিল সমাবেশ ও লিফলেটের মাধ্যমে প্রথম পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন করে।
Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.