বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ জুন ২০২৩

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুনরেম পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক মা-শিশু সন্তানসহ এক পরিবারের ৫ জনকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১২ জুন ২০২৩) এ ঘটনা ঘটলেও পরিবার ও এলাকার লোকজন এখনো তাদের কোন খোঁজ পাচ্ছে না বলে জানা গেছে।
জানা যায়, গত সোমবার সেনাবাহিনীর একটি টহল দল মুনরেম পাড়ায় গিয়ে পাড়ার কার্বারী লালরিন বমের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় কার্বারি বাড়িতে ছিলেন না, তিনি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেনারা কার্বারিকে না পেয়ে তার স্ত্রী-শিশু সন্তানসহ ৫ জনকে জিম্মি করে রোয়াংছড়ি উপজেলাধীন লুংলই সেনা ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাাদেরকে রোয়াংছড়ি বাজার সেনা ক্যাম্প স্থানান্তর করা হয় বলে জানা গেলেও এখনো তাদের সঠিক কোন খোঁজ পাচ্ছেন না বলে জানিয়েছেন পরিবারের প্রধান কার্বারি লালরিন বম। তিনি পরিবারের ৫ জন সদস্যের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
যাদের তুলে নেওয়া হয়েছে তারা হলেন- ১. মেসাংই (২৮), ২. জেনেট (১১), ৩. আতং (৮), ৪. জেনেবি (৫) ৫. রোয়াল সিং লিয়ান (৩)।
এদের বিষয়ে এলাকার লোকজন উক্ত রোয়াংছড়ি বাজার সেনা ক্যাম্পের কমাণ্ডারের কাছ থেকে জানতে চাইলেও কোন সুদুত্তর মিলেনি। উপরন্তু সেনাবাহিনী তাদেরকে হুমকি-ধমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তারা অবিলম্বে তুলে নেওয়া শিশুসহ ৫ জনের সন্ধান ও তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-নামে একটি সশস্ত্র গ্রুপকে দমনের নামে গত বছর অক্টোবর মাস থেকে সেনাবাহিনী রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় সামরিক অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে সেখানে ১১ জন বম খুনসহ আরো নানা ঘটনা সংঘটিত হয়েছে। শত শত বম জনগোষ্ঠির লোক নিরাপদ আশ্রয়ে ভারতের মিজোরামসহ বিভিন্ন স্থানে পালিয়ে গেছেন। বর্তমানে ওই এলাকায় অভিযানের নামে সেনাবাহিনী সাধারণ জনগণের ওপর ব্যাপক নিপীড়ন-নির্যাতন, ধরপাকড় চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন