
রাঙামাটি প্রতিনিধি ।। লংগদু উপজেলার ডানে আঠারকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল ও বিহার অধ্যক্ষকে হয়রানি-উচ্ছেদের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কদুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১৭ জুলাই ২০২১) বিকালে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এলাকার বিশিষ্ট মুরব্বী রবিদাশ চাকমার পরিচালনায় ও কুমুদ বিকাশ কার্বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব সমাজের প্রতিনিধি রতন ময় চাকমা, মুরুব্বী অনুপম চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা বেদখল ও বিহার অধ্যক্ষকে হয়রানি কোনভাবেই মেনে নেওয়া যায় না। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামে সরকারের নিয়োজিত বিশেষ বাহিনীর ইন্ধনে ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা জবরদখলের ষড়যন্ত্র চলছে। আর্যগিরি বনবিহার ছাড়াও বিভিন্ন বৌদ্ধ বিহারের জায়গাগুলোকে সেনাবাহিনীর পরিত্যাক্ত ক্যাম্প দাবি করে চাষাবাদ ও স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
বক্তারা আর্যগিরি বনবিহারে জায়গা বেদখল ও বিহারটি উচ্ছেদে সেটলারদের সাথে বিশেষ বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদেরও লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিহারে গিয়ে বিহার অধ্যক্ষেকে হুমকি দিচ্ছে, বিহার ছেড়ে চলে যেতে বলছে এবং বিহারের প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে দিচ্ছে। কিন্তু প্রশাসন এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আর্যগিরি বনবিহারে জমি বেদখল বন্ধ করার মাধ্যমে বিহারটিকে রক্ষা করা এবং বিহার অধ্যক্ষকে হুমকি-হয়রানি ও বিহার উচ্ছেদে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহেণর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।