লংগদু: রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় এক ব্যক্তিকে আটক ও অপর এক ব্যক্তিকে শারিরীক নির্যাতন করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম লারেচন্দ্র চাকমা(৪৫), পিতা-ব্রজ মোহন চাকমা ও নির্যাতনের শিকার ব্যক্তির নাম চারু চাকমা(৪০), পিতা- অনন্ত সেন চাকমা।
জানা যায়, আজ সকাল ৭টা ১৫ মিনিট সময়ে বামে লংগদু আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য গলাছড়িতে গিয়ে প্রথমে চারু চাকমাকে ধরে শারিরীক নির্যাতন করে। পরে সেনারা লারেচন্দ্র চাকমাকে আটক করে প্রথমে বামে লংগদু ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে মাইনী জোনে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
আটক লারেচন্দ্র চাকমা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি গলাছড়িতে সামান্য দোকান দিয়ে ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন বলেও তারা জানান।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।