লংগদুতে সন্তু গ্রুপ কর্তৃক এক নারীকে মারধর, ইউপিডিএফ কর্মী পরিবারগুলোকে উচ্ছেদে হুমকি
সিএইচটিনিউজ.কম
লংগদু : রাঙামাটির লংগদু উপজেলার হাত্তোলির রাধামন বাজারে (মাষ্টার পাড়া) জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা রাজলক্ষ্মী চাকমা (৩২) নামে এক নারীকে বেদম মারধর করেছে। আজ ১৭ মে রবিবার সকালে পূর্ণাঙ্গ চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা রাধামন বাজারে হানা দিয়ে তাকে মারধর করে। ইউপিডিএফ কর্মীর স্ত্রী হওয়াটাই নাকি তার অপরাধ।
অন্যদিকে, লংগদু থেকে ইউপিডিএফ কর্মী পরিবারগুলোকে উচ্ছেদ করতে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। অতিসত্বর লংগদুর হাত্তোলি, হারিকাবা ছেড়ে চলে না গেলে মেরে ফেলা হবে বলে সন্ত্রাসীরা হুমকি দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সেনাবাহিনীর ছত্রছায়ায় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। সন্ত্রাসীদের নানা অপতৎপরতার কারণে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।