লংগদুতে সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল চেষ্টার অভিযোগ
লংগদু (রাঙামাটি), সিএইচটি নিউজ
সোমবার, ১৭ জুলাই ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার ভাসন্যাআদাম ইউনিয়নের শীলকাটা ছড়া এলাকায় পাহাড়িদের ভোগদখলীয় ভূমি সেটলার বাঙালিরা বেদখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ সোমবার (১৭ জুলাই ২০২৩) সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে ২০-২২ জনের একদল সেটলার শীলকাটাছড়া পাহাড়ি অধ্যুষিত এলাকায় এসে পাহাড়ি মালিকানাধীন ভূমিতে ঝোপ-ঝাড় পরিষ্কার করে এবং বিভিন্ন ফলজ গাছ কেটে দেয়।
এসময় মো. হোসেন (২৯), পিতা-হারুনুর রশীদ, মো. সাগর (২৪), পিতা-শরিফুল, মো. মনছুর আলি (৪০), পিতা-মৃত মজিদ, মো. জলিল (৩২), পিতা-মৃত সালাম, মো. ফারুক (৪১), পিতা-মৃত হাসান আলী ভূমি বেদখল চেষ্টাকারী সেটলার দলটিকে নেতৃত্বে দেয় বলে জানা গেছে। তারা সবাই শীলকাটা ছড়া সেটলার এলাকার বাসিন্দা।
সেটলাররা যাদের ভূমি বেদখলের চেষ্টা চালাচ্ছে তারা হলেন- শীলকাটা ছড়া গ্রামের বাসিন্দা অনিল বিকাশ চাকমা (৪৫), পিতা-সুরলাল চাকমা, ২. রত্ন জ্যোতি চাকমা (৩৬), পিতা-জ্ঞানেন্দ্র চাকমা, ৩. অঞ্জন প্রসাদ চাকমা (৪৮), পিতা-হরিশ চন্দ্র চাকমা, ৪.সজীব চাকমা (৪৫), পিতা-রত্ন কুমার চাকমা।
পরে ঘটনাটি জানাজানি হলে পাহাড়ি ভূমি মালিকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সেটলারদের বাধা প্রদান করেন। কিন্তু তারা কোন বাধা কর্ণপাত না করে পাহাড়িদের কমপক্ষে ২ একর পরিমাণ জায়গায় জঙ্গল পরিষ্কার করে। এ সময় তারা পাহাড়িদের রোপনকৃত আম, লিচু ও আমলকি গাছ কেটে দেয়।
চলে যাওয়ার সময় সেটলাররা উক্ত জায়গাটি মো. হোসেন-এর দাবি করে উল্টো পাহাড়ি ভূমি মালিকদের হুমকি প্রদান করে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন