লংগদু : রাঙামাটির লংগদু উপজেলার ধুধুকছড়া গ্রামে পাহাড়িদের ঘরবাড়িতে তল্লাশি চালিয়েছে মাইনী জোনের সেনা সদস্যরা।
জানা যায়, বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত ২টার সময় মাইনী জোন (২২ বীর) থেকে ওয়ারেন্ট অফিসার মোঃ আলতাফ ও মোঃ মতিন-এর নেতৃত্বে ১৮ জনের একদল সেনা সদস্য লংগদু ইউপি’র ৩নং ওয়ার্ডের ধুধুকছড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রামের ৫ ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ও জিনিসপত্র তছনছ করে দেয়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- নোয়া মঙ্গল চাকমা (৬৫), পিতা- সম কুমার চাকমা (২৬), পিতা- বিজয় চাকমা ও জ্ঞান রঞ্জন চাকমা (৩৪), পিতা- সিন্ধু রাজ চাকমা।
ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা সেখান থেকে চলে যায়।
রাতের আঁধারে সেনাবাহিনীর এ ধরনের হয়রানিমূলক তল্লাশিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।