লংগদুতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তির বাড়ি থেকে সোলার প্যানেলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ছোট কাট্টলীর আমবাগান নামক স্থানে অবস্থান করা সেনা সদস্যরা স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে সোলার প্যানেল, ব্যাটারি, লাইটসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সেনারা বাড়ির দরজাও ভেঙে দেয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাতে এই ঘটনাটি ঘটে।
ঘটনার সময় বাড়িতে কোন লোকজন ছিলেন না। সেনাদের অবস্থানের কারণে ভয়ে বাড়ির লোকজন সবাই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
অপরদিকে, দ্বিমুখ্যাছড়ায় গতকাল রাতে অবস্থান করা সেনা দলটি আজ (বৃহস্পতিবার) সকালে ত্রিপুরাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া নান্যাচর উপজেলাধীন থলচাপে অবস্থান করা সেনা দলটি সেখান থেকে চলে গিয়ে হরিনাথ ছড়ার যাদুকাছড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে দক্ষিণে ঢেবাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করা সেনাদের মধ্য থেকে একটি দল বন্দুকভাঙার মাড়িচুগ-যমচুগ হয়ে ত্রিপুরা ছড়ায় যাওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে সেনাবাহিনীর সদস্যরা লংগদু, নান্যাচর ও বন্দুকভাঙা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপারেশন পরিচালনা করছে। তারা কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে এলাকার সাধারণ নিরীহ জনগণকে নিপীড়ন, হয়রানি করছে।
সেনাদের এমন হয়রানিমূলক অভিযানের কারণে এলাকার সাধারণ জনগণ সব সময় আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
