রাঙামাটি : গতকাল শুক্রবার (২ জুন ২০১৭) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটির লংগদু উপজেলা সদর এলকায় সেনাবাহিনীর সহযোগীতায় সেটলার বাঙালিরা পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা চালায় ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে পাহাড়িদের প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। ঘরবাড়ি পুড়ে যাওয়া এই সংক্ষিপ্ত ভিডিও চিত্রগুলো Himel Chakma Uralmani নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা লাইভ ভিডিও থেকে নেওয়া হয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত এই দুটি ভিডিও চিত্র এখানে প্রকাশ করছি– সম্পাদক মণ্ডলী।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।