লংগদুর কাট্টলী এলাকায় সেনা অপারেশন, কিশোরসহ দুই ব্যক্তিকে নির্যাতন

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের কাট্টলী এলাকার ছোট কাট্টলীর আমবাগান ও থানজাঙ ছড়া নামক স্থানে সেনাবাহিনী অপারেশনের নামে এক কিশোরসহ ২ ব্যক্তিকে শারীরিক নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্য রাত আনুমানিক ২টার সময় মাইনী জোন থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য ছোট কাট্টলীর আমবাগান ও বড় কাট্টলীর থানজাঙছড়া এলাকায় হানা দেয়।
এরপর সেনারা বাড়িতে থাকা দুই ব্যক্তিকে ঘুম থেকে জাগিয়ে তুলে ‘সন্ত্রাসী’ খোঁজার নামে নানা জিজ্ঞাসাবাদ করে। তারা ‘সন্ত্রাসী’ নাই বলে উত্তর দিলে সেনারা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- ১. সুমন চাকমা (২২), পিতা- চোখ রাজা চাকমা, গ্রাম- থানজাঙ ছড়া, ২নং ওয়ার্ড, লংগদু ইউপি ও ২. জনক্কা চাকমা (১৭), পিতা- গুলপেদা চাকমা, গ্রাম- বেঙীছড়া, ২নং ওয়ার্ড, লংগদু ইউপি।
সেনারা গত রাতে ও আজ (বৃহস্পতিবার) সকালে মোট ৬টি ইঞ্জিনচালিত বোটে করে সেখানে অপারেশন যায়। তাদের সংখ্যা ১৫০ জনের অধিক হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাতের আঁধারে সেনাবাহিনীর এই হয়রানিমূলক অপারেশনের কারণে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে, আজ (বৃহস্পতিবার) সকাল ৮:৪০টায় প্রাপ্ত খবর অনুযায়ী, সেনারা রান্নার সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আম বাগান নামক স্থানে অবস্থান করার জন্য যাচ্ছে। সেখানে মাইনী জোন কমাণ্ডারও যোগ দিতে পারেন বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
