লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ মে ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় কাট্টলী এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ৩ গ্রামবাসীকে ধরে নিয়ে ২ ঘন্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের নামে নানা হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আজ শুক্রবার (৫ মে ২০২৩) বিকাল ৪টার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১. সুমতি বিকাশ চাকমা (রোজা), বয়স ৫০, পিতা- রমনি মহন চাকমা; ২.কমল চরন চাকমা(৫৫), পিতা- অবিনাস চাকমা ও ৩. সুশীল কান্তি চাকমা(৪৭), পিতা- শশী বিন্দু চাকমা। তারা সবাই বড় কাট্রলী এলাকার ডলুছড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৪টার সময় লংগদুর মাইনি সেনা জোন থেকে একদল সেনা সদস্য বড় কাট্টলী এলাকায় হানা দেয়। এ সময় সেনারা উক্ত তিন জনকে ধরে তাদের সাথে নিয়ে যায়। তাদেরকে কাট্টলী উচ্চ বিদ্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে নানা হয়রানি করে। সেখানে তাদেরকে ২ ঘন্টা পর্যন্ত আটকে রেখে হয়রানি করা হয়।
পরে হয়রানি শেষে সন্ধ্যা ৬টার সময় কাট্টলী উচ্চ বিদ্যালয় হতে উক্ত তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা কাট্টলী উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন