সিএইচটিনিউজ.কম
লংগদু(রাঙামাটি): রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোন ছড়া গ্রামে ভূমি বেদখলের প্রচেষ্টার অংশ হিসেবে সেটলাররা কালাচাঁন চাকমা(৬৫) নামে এক পাহাড়ির খামার বাড়ি ভেঙে দিয়েছে। আজ ৪ জুন বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেইবোন ছড়া গ্রামে কালাচাঁন চাকমার রেকর্ডিয় ৫ একর জায়গা রয়েছে। উক্ত জায়গাটি দীর্ঘদিন ধরে সেটলাররা তাদের বলে দাবি করে আসছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ভেইবোনছড়া এলাকার মো: ইদ্রিস, মো: সবুর ও ইউনুস ফরায়েজীর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সেটলার গিয়ে কালাচাঁন চাকমার খামার বাড়িটি ভেঙে দেয়।
এছাড়া একই গ্রামের মিলন চাকমা নামে অপর এক ব্যক্তিকে নিজ বন্দোবস্তিকৃত ও ভোগদখলীয় জায়গায় চাষাবাদ করতে গেলে স্থানীয় ক্যাম্পের সেনা সদস্যরা বাধা দিয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার জায়গার দলিলপত্র সহ ক্যাম্প যাওয়ার নির্দেশ দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।