লংগদু (রাঙামাটি) : রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোন ছড়ায় সেটলার বাঙালিরা দুই পাহাড়িকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এরা হলেন- বুদ্ধমনি চাকমা (৩৬), পিতা- মৃত নিশিমনি চাকমা ও বিদ্যা রঞ্জন চাকমা (২৮) পিতা- চিত্ত রঞ্জন চাকমা।
জানা যায়, আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উক্ত দুই ব্যক্তি স্থানীয় অশোক কুমার চাকমা’র রেকর্ডিয় (১৯৭৫-৭৬ সালে রেকর্ডকৃত) জায়গায় জঙ্গল কাটার কাজ করতে যায়। এ সময় একদল সেটলার তাদেরকে ধরে নিয়ে যায় এবং মারধর করে।
পরে তাদেরকে স্থানীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পোস্টে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, স্থানীয় কার্বারী ও মুরুব্বীদের মাধ্যমে দুপুর ১টার দিকে স্থানীয় ব্যাটালিয়ন ক্যাম্প থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বর্তমানে একদল সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।