সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রবিন্দু গোংহোয়ামুন স্কয়ারে দক্ষিন কোরিয়ায় বসবাসরত প্রবাসী জুম্মদের সাংস্কৃতিক সংগঠন জুম্মপিপলস নেটওয়ার্ক কোরিয়ার আয়োজনে ২ জুন ২০১৭ রাংগামাটি জেলার লংগদু উপজেলায় পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিদের কতৃক সংঘটিত সাম্প্রদায়িক আক্রমন, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এক বর্ণাঢ্য র্যালী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জুম্ম পিপলস নেটওয়ার্ক কোরিয়া (জেপিএনকে)’র সাধারণ সম্পাদক নিখিল চাকমা নামে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ৯ জুলাই (রবিবার) স্থানীয় সময় সকাল ১১টায় ‘কোরিয়ান বুড্ডিস্ট জোগে অর্ডার’এর প্রধান কার্যালয় (জোগেসা টেম্পল) থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়। এরপর গোংহোয়ামুন স্কয়ার প্রদক্ষিণ করে কোরিয়ার ইতিহাস বিখ্যাত সেনাপতি ইসুনসিন -এর ভাস্কর্যের পাদদেশে সামনে এসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার অবস্থার তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেপিএনকে-এর প্রধান উপদেষ্টা রোনেল চাকমা ননি।
আরো বক্তব্য রাখেন প্রমোদ চাকমা এবং সমাপনী বক্তব্য রাখেন উপদেষ্টা জিদিম চাকমা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিউল ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘কোরিয়ান হাউজ ফর ইন্টারনেশন্যাল সলিদারিটি’-এর প্রধান সমন্বয়ক মি. না হিয়ন পিল এবং ঘোষনাপত্র পাঠ করেন অভিবাসন বিষয়ক মানবাধিকার সংস্থা ‘MAP’-এর পরিচালক মিস. কিম ইয়ংআ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রত্ন কীর্তি চাকমা।
শেষে সংগঠনের সাধারণ সম্পাদক নিখিল চাকমার নেতৃত্বে সমবেত কন্ঠে সংগ্রামী গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সংসবাদ সম্মেলন থেকে বিগত ২ জুন লংগদুতে সেটলারদের কতৃক সাম্প্রদায়িক আক্রমন, অগ্নি সংযোগ ও লুটপাট এবং নান্যাচরে সেনাবাহিনীর হাতে আটকের পর রমেল চাকমাকে শারিরীক নির্যাতন চালিয়ে হত্যার করা হয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘন রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপসহ বাংলাদেশে সরকার কতৃক মানবাধিকার লংঘনের ঘটনার তদন্তের আহ্বান জানান।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের প্রতি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের এবং কোরিয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও সম্প্রতি রাংগমাটির লংগদুতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক আক্রমনের শিকার জুম্মদের পূনর্বাসনে জাতি ধর্ম নির্বিশেষে সকল কোরিয়বাসীর সাহায্য সহযোগীতা কামনা করেন ।
প্রেস কনফারেন্স ও র্যালী জুম্মপিপলস নেটওয়ার্ক কোরিয়া, কোরিয়ান হাউজ ফর ইন্টারনেশন্যাল সলিদারিটি, বুড্ডিস্ট সলিডারিটি ফর রিফর্ম, মহা কাউনসিল ফর সাপোর্টিং মাইগ্রেন্টস –এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।