রাঙামাটি প্রতিনিধি।। লংগুদুতে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ১৬ জুন ২০১৭, শুক্রবার রাঙামাটির রাজপথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাণী ইয়ান ইয়ান।
গত ৮ জুন তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
তিনি রাজপথে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কর্মজীবী, শিক্ষার্থী ও রাঙ্গামাটির বাইরে থেকে যারা আমার সাথে, আমাদের সাথে রাঙ্গামাটির রাজপথে দাঁড়াতে চেয়েছেন এবং চান, তাদের সুবিধার্থে ১৬ই জুন শুক্রবার দিনটি ঠিক করা হল।
যারা রাঙ্গামাটির বাইরে থেকে আসবেন, তারা একদিন হাতে রেখে আসার কথা বিবেচনা করবেন।
আমাদের সমাগমে যে কোন প্রকারের সংগঠনের/দলের ব্যানার নিষিদ্ধ। আপনি নিজেকে সাধারণ জনগণের একজন হিসেবে চিহ্নিত করলে ব্যানার লাগে না। তবে কয়েকজন মিলে লম্বা কাপড়ে যদি কিছু লিখে আনতে চান, পারবেন।
প্ল্যাকার্ড বা কাগজে যা বলতে চান, যা লিখতে চান, লিখে আনুন।
কোন লম্বা বক্তৃতা হবে না।
দ্রোহের/চেতনার কবিতা বা গান হতে পারে। দুঃখের/হতাশার গান চলবে না।
যারা গান গাইতে জানেন, চান; আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
নিজ নিজ দায়িত্বে আসবেন। যে কোন অপ্রত্যাশিত ঘটনা/দুর্ঘটনার আড়ালে সাজানো ঘটনার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকবেন।
সংহতি।
বিঃ দ্রঃ যদি আপনারা কেউ ভিন্নভাবে প্রতিবাদ/সমাবেশ/মিছিল করতে চান, উদ্যোগ নিন। আপনাদের মতের সাথে মিললে আপনাদের উদ্যোগেও আমি সামিল হব।
————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।