লক্ষীছড়িতে সেনাবাহিনীর তৎপরতা, জনগণকে হয়রানির অভিযোগ
লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের অন্তর্গত হুদুকছড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশাল দল গত ৫ দিন ধরে অবস্থান করছে। সেনারা বিভিন্ন গ্রামে প্রবেশ করে এলাকার জনসাধারণকে নানা জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি ২০২৪ খিরাম ও শুকনাছড়ি ক্যাম্প থেকে সেনাবাহিনীর ৯০ জনের একটি দল হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেয়। এরপর সেনা সদস্যরা গ্রামের ভেতরে প্রবেশ করে সাধারণ জনগণকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে। এছাড়াও হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলাকালীন সেনারা শিক্ষার্থীদের কাছ থেকেও হয়রানিমূলক নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। এতে বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন।
আজ বুধবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করে হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। ফলে সেখানে শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।