লক্ষ্মীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বর্মছড়ি মুখ পাড়া থেকে মোহাময় চাকমা(৩০) নামে এক নিরীহ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি বর্মাছড়ি মুখ পাড়ার তন্যাবি চাকমার ছেলে।
জানা যায়, আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শুকনাছড়ি ক্যাম্প থেকে একদল সেনা বর্মাছড়ি মুখ পাড়ার নিজ বাড়ি থেকে মোহাময় চাকমাকে আটক করে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা ছিল না। তিনি গাছ-বাঁশ বিক্রি করেই কোন রকমে জীবিকা নির্বাহ করেন। কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।